চট্টগ্রামের ফুটপাত হকার মুক্ত করার ঘোষণা
প্রকাশিত : ১০:১৪ এএম, ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ১০:১৪ এএম, ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার
শিগগির চট্টগ্রামের ফুটপাত হকার মুক্ত করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বন্দরনগরীকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়তে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। আগামী ঈদের পর থেকে ফুটপাতে বসতে না পারলেও হাকাররা সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ পর্যন্ত ভ্যানে পণ্য বিক্রি করতে পারবে। এ ধরনের উদ্যোগে নগরীর যানজট সমস্যার উন্নতি হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন। চট্টগ্রাম থেকে শিউলি শবনমের রিপোর্ট।
এর কয়েকশ গজের মধ্যেই রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, মিউনিসিপ্যাল স্কুলসহ নামকরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও রেল স্টেশন। কিন্তু বিশৃঙ্খলভাবে গড়ে ওঠা দোকানপাট ও ফুটপাত হকারদের দখলে থাকায় এলাকাটিকে ঘিঞ্জি চেহারা দিয়েছে। শুধু ফুটপাতই নয়, প্রধান সড়কও দখল করেও ব্যবসা চালাচ্ছে হকাররা।
একই চিত্র নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেইট আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাসহ আরো অনেক স্থানে। কেউ গড়েছেন ফুলের দোকান, কেউবা করেছেন খাবার দোকান আবার কেউ কেউ করছেন পোশাক ব্যবসা। নগরীর অনেক ফুটওভার ব্রিজও এখন হকারদের দখলে।
এভাবে ফুটপাত দখলের কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথচারীরা মূল সড়ক দিয়ে চলতে বাধ্য হচ্ছেন।।
এ অবস্থায় জনগণের ভোগান্তি কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে সিটি করপোরেশন। চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে শিগগিরই ফুটপাত হকারমুক্ত করা হবে বলে জানালেন সিটি মেয়র।
এ উদ্যোগে নগরীর চেহারা বদলানোর পাশাপাশি যানজটও কমে আসবে বলে মনে করছে পুলিশ।
চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের তথ্য অনুযায়ী, নগরীতে প্রায় ২০ হাজার হকার রয়েছে।