ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আফগানিস্তানে সামরিক একাডেমিতে হামলা

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০২:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার

দুদিনের ব্যবধানে আবারও আফগানিস্তানে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকালের দিকে দেশটির সামরিক একাডেমিতে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। দেশটির মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ হামলা চালানো হয়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গত শনিবারের ওই হামলায় অন্তত ৯৫ জন নিহত হন। গত সপ্তাহে দেশটির সেইভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের হোটেল কন্টিনেন্টালে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন বিদেশি নাগরিকস অন্তত ২২ জন নিহত হয়েছেন। ওই সময় দ্য চিলড্রেনের ছয় কর্মী নিহত হন। ওই দুই হামলার দায় জঙ্গিগোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেট স্বীকার করেছে।

বিবিসির কাবুল প্রতিনিধি জানিয়েছে, সোমবার ভোর ৫টার দিকে বেশ কয়েকটি বোমা হামলার শব্দ পাওয়া গেছে। এছাড়া গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলেও যোগ করেন তিনি। এদিকে ঘটনার পরপরই এলাকাটিতে নিরাপত্তার বাহিনীর সদস্যরা সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে বার্তা সংস্থা এফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে। তাছাড়া এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, ওই এলাকা এখন শান্ত অবস্থা বিরাজ করছে বলেও জানা গেছে।

সূত্র: বিবিসি
এমজে/