ভাষণ কম, অ্যাকশন বেশি : কাদের
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কথা কম কাজ বেশি, ভাষণ কম অ্যাকশন বেশি। স্লোগান নয় অ্যাকশন - নীতিতে চলতে হবে। নেগেটিভ এ্যাকশন নয়, পজিটিভ অ্যাকশনে বিশ্বাস করে আওয়ামী লীগ। আর বিএনপি নেগেটিভ অ্যাকশনে বিশ্বাস করে। তারা জ্বালাও-পোড়াও করে।
আজ বিকালে ধানমন্ডির রাসেল স্কয়ারে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী। ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট নিয়ে গঠিত ঢাকা - ১০ আসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, সদস্য সংগ্রহ অভিযান যেন দায়সারা গোছের না হয়। দুটি বই এনে কোনো রকমে পাঁচ দশজনকে সদস্য করে দায় সারবেন না। তিনি বলেন, এবার নতুন ভোটারের সংখ্যা ২ কোটি ৩৯ লাখ। এরা আওয়ামী লীগের প্রথম লক্ষ্য। মোট ভোটারের অর্ধেক নারী ভোটার। এদের লক্ষ্য করে এখন থেকে জনমত সৃষ্টি করতে হবে।
এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসকে লক্ষ্য করে বলেন, এখন থেকে টিম করে কাগজ কলম নিয়ে কর্মীদের ঘরে ঘরে পাঠান। সদস্য সংগ্রহের দাওয়াত যেন ঘরে ঘরে যায়। কেউ সদস্য হতে না চাইলে তাকে বুঝান। সরকারের ভালো দিক তাদের সামনে তুলে ধরুন। আবার জোর করে সদস্য করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ওবায়দুল কাদের বলেন, কোনো ঘরে কতজন রাজনীতি করে, কতজন আমাদের পক্ষে, আমাদের বিপক্ষে কতজন, নিরপেক্ষ কতজন সব নোট করুন। পারসন টু পারসন কথা বলুন। মনে রাখবেন, মিছিল মিটিং করে ভোট বেশি আদায় হয় না। মানুষের মনের খবর নিন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকাল মিটিং মিছিলে কর্মী ছাড়া সাধারণ মানুষ আসেনা। তাই আপনাদেরকেই ঘরে ঘরে যেতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না। ভালো আচরণ দিয়ে, ভালো ব্যবহার করে মানুষের মন জয় করুন।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত ও সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
/ আআ / এআর