র্যাংকিং-এ শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার
টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে যথারীতি শীর্ষ অলরাউন্ডারের স্থান ধরে রেখেছে বাংলাদেশের সাকিব আল হাসান। সম্প্রতি আইসিসি প্রকাশিত টি-টুয়েন্টি র্যাংকিং-এ বিশ্বের এক নম্বর স্থানটি নিজের দখলেই রেখেছেন সাকিব। আর টেস্ট ও ওয়ানডেতে আগে থেকেই ছিলেন শীর্ষে।
শীর্ষ দশ টি-টুয়েন্টি অলরাউন্ডারের তালিকায় আছেন আরেক বাংলাদেশী খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিবের রেটিং ৩৫৩ আর মাহমুদুল্লাহর ১৯৯।
সময়টা ভালো খারাপ মিলিয়েই যাচ্ছে যেন সাকিবের জন্য। সম্প্রতি পেয়েছেন টেস্ট অধিনায়কত্ব। কিন্তু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই বাহাতি অলরাউন্ডারকে। আর তাতেই শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামা হবে না সাকিবের।
সাকিব মাহমুদুল্লাহর পাশাপাশি টি-টুয়েন্টিতে সেরা বোলারের জায়গা করে নিয়েছে আরেক বাংলাদেশী। ৬৬৭ পয়েন্ট নিয়ে ৮ম অবস্থানে আছেন ‘কাটার মাস্টার’ মাহমুদুল্লাহ রিয়াদ।
টি-টুয়েন্টিতে সেরা ব্যাটসম্যান পাকিস্তানের বাবর আজম। সেরা বোলার নিউজি ল্যান্ডের মিশেল স্যান্টনার। সেরা দলও পাকিস্তান।
সেরাদের তালিকা
সেরা ১০ টি-টোয়েন্টি ব্যাটসম্যান
১. বাবর আজম
২. অ্যারন ফিঞ্চ
৩. বিরাট কোহলি
৪. কলিন মুনরো
৫. এভিন লুইস
৬. লোকেশ রাহুল
৭. গ্লেন ম্যাক্সওয়েল
৮. অ্যালেক্স হেলস
৯. জো রুট
১০. হাশিম আমলা
সেরা ১০ টি-টোয়েন্টি বোলার
১. মিচেল স্যান্টনার
২. রাশিদ খান
৩. ইশ সোধি
৪. জাসপ্রিত বুমরাহ
৫. স্যামুয়েল বদ্রি
৬. ইমরান তাহির
৭. ইমাদ ওয়াসিম
৮. মুস্তাফিজুর রহমান
৯. জেমস ফকনার
১০. সাকিব আল হাসান
সেরা ১০ টি-টোয়েন্টি অলরাউন্ডার
১. সাকিব আল হাসান
২. গ্লেন ম্যাক্সওয়েল
৩. মোহাম্মদ নবি
৪. মারলন স্যামুয়েলস
৫. জেপি ডুমিনি
৬. পিটার বোরেন
৭. মাহমুদউল্লাহ
৮. পল স্টার্লিং
৯. সামিউল্লাহ শেনওয়ারি
১০. থিসারা পেরেরা
সূত্র : ক্রিকইনফো
/ এআর /