ব্র্যাক ব্যাংকের বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬ অর্জন
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬ তে প্রথম স্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। গত রোববার সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন।
এ অনুষ্ঠানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এম. খায়রুল হোসেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি. কিউ. কে. মুশতাক আহমেদ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী, এফসিএমএ উপস্থিত ছিলেন।
অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, গত দুই বছরে ব্র্যাক ব্যাংক বেশ কয়েকটি সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং ব্যাংকিং খাতে নতুন মাইলফলক অর্জন করেছে। আমাদের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে ৮,৫০০ জন কর্মীর কঠোর পরিশ্রম, গর্ব, ও আত্মপ্রত্যয়। আইসিএমএবি থেকে পাওয়া এই স্বীকৃতিটি দেশের সেরা ব্যাংক হওয়ার পথচলায় আমাদের অনুপ্রাণিত করবে। আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার জন্য ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ব্র্যাক ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) অ্যাওয়ার্ডও লাভ করে, যা বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের ক্যাটাগরিতে সেরা প্রকাশিত বার্ষিক প্রতিবেদন ২০১৬ তে ‘প্রথম অবস্থান’ অর্জন করে।
আরকে//