ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

তীব্র দাবদাহে আকাশ ছুঁয়েছে মৌসুমি ফলের দাম

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৩৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার

তীব্র দাবদাহে আকাশ ছুঁয়েছে রসালো সব মৌসুমি ফলের দাম। সঙ্গে বেড়েছে কিছু সবজি ও মাছের দামও। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় বেশীরভাগ পণ্যের দামই নিয়ন্ত্রনে রয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ চাহিদা বেশী থাকায় দামও বেশী হাঁকাচ্ছেন দোকানীরা। প্রচন্ড গরমে যখন অতিষ্ঠ সাধারন মানুষ, তখন চোখ যায় রসে টইটুম্বুর তরমুজ, আনারস, বাঙ্গী-সহ রসালো ফলের দিকে। কিন্তু অতিরিক্ত দামের কারণে অনেকেই কিনতে পারছেন না এসব ফল। তবে এই গরমে লাউ, পেপে, করলার মতো সবজির চাহিদা বাড়লেও দাম খুব বেশি নয় বলে জানালেন দোকানিরা। মৌসুম শেষ হলেও এখনো ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো ও বেগুন। সাধারণ মানুষের অভিযোগ এসব পন্যের সরবরাহে ঘাটতি না থাকলেও চাহিদা বাড়ায় অতিরিক্ত দাম হাঁকছেন দোকানিরা। এদিকে অতিরিক্ত গরমে চাহিদা কমেছে মাংসের, বেড়েছে মাছের। কিন্তু এতে মাছের দাম বাড়লেও কমেনি মাংসের দাম। অন্যদিকে চাল, আটা, ভোজ্যতেল ঠিক থাকলেও বেড়েছে চিনি ও ডালের দাম।