স্বাস্থ্য বিভাগে ৭২৪ জনের চাকরি স্থায়ী
প্রকাশিত : ১০:০৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৭:২৩ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
স্বাস্থ্য মন্ত্রণালয় ৭২৪ জন কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে। এদের মধ্যে বিবিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৬৯৩ জন ও বিসিএস (স্বাস্থ্য) ডেন্টাল সার্জনের ২৮ জন চিকিৎসক রয়েছেন।
সোমবার স্বাস্থ্য বিভাগের পারসোনাল শাখা-২ এর যুগ্মসচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ২৫ জানুয়ারি যুগ্মসচিব এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের চিকিৎসক কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিএস নিয়োগ বিধি-১৯৮১ এর ৭(১) ও ৭(২) এবং ৮ (এইচ) নং ধারা অনুসারে ৭২৪ জনের চাকরি স্থায়ী করা হয়।
এম