ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:২৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

পূণ্যভূমি সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মঙ্গলবার বিকাল ৪ টায় আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর ঘোষণা দেন।

এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান। জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভা দুপুর সোয়া একটায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

জনসভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান। এরপর জেলা ও মহানগর এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

জনসভা উপলক্ষে সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসেন। দুপুরে আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাদ্রাসা মাঠ ছাপিয়ে জনস্রোত মিশেছে আশপাশে সড়কে। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে তারা স্লোগানের পর স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তুলেছেন।

জনসভা মঞ্চ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’র আদলে করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। এরআগে সকালে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট গিয়ে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর দুপুরে তিনি সার্কিট হাউসে বিশ্রাম নেন। জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

টিআর / এআর