‘আ. লীগ ফের নির্বাচিত হলে দারিদ্র্য থাকবে না’
প্রকাশিত : ০৬:০২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৫৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
আওয়ামী লীগকে আরেকবার নির্বাচিত করলে এ দেশে দারিদ্র্য ও দুঃখ-কষ্ট থাকবে না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে মঙ্গলবার জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এ দেশে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য ২০৩০ সাল। এ জন্য শেখ হাসিনাকে আরেকবার নির্বাচিত করতে হবে। তাহলে এ দেশে দারিদ্র্য থাকবে না, কোন দুঃখ কষ্ট থাকবে না।
তিনি বলেন, আ. লীগের আট বছরে প্রায় নয় শতাংশ লোক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। দেশের মানুষের জন্য বাজেট বড় করে এটি সম্ভব হয়েছে। আমরা যেভাবে বাজেটের আকার বৃদ্ধি করেছি পৃথিবীর অন্য কোনো দেশে এ আকার বৃদ্ধি কমই পেয়েছে।
মুহিত বলেন, এখন আমরা শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য দূর করার চেষ্টা করেছি। এখন গ্রামের মানুষেরা শহরের মতোই সুযোগ-সুবিধা পাবেন। আওয়ামী লীগের একটিই লক্ষ্যমাত্রা জনকল্যাণ। আশা করছি আগামীতেও আমরা এ সুযোগ পাবো।
আর / এআর