বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আটক
প্রকাশিত : ১১:৩২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ তুলে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে থেকে দলের এ স্থায়ী কমিটির এই সদস্যকে আটক করা হয়।
রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। গুলশানে পুলিশ প্লাজার সামনে পুলিশ গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায়। এসময় গাড়িতে দলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ থাকলে তাকে নামিয়ে দিয়ে গয়েশ্বরকে নিয়ে যাওয়া হয়।
এরপর থেকেই গয়েশ্বর রায়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
আর