ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

গয়েশ্বরসহ ৮শ’ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ছাত্রদলের দুইকর্মীসহ তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গয়েশ্বরসহ প্রায় ৮শ’ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শাহবাগ থানায় দায়ের করা পৃথক দু’টি মামলা নম্বর ৫৭ ও ৫৮।

মঙ্গলবার দিবাগত রাতে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও এসআই চম্পক বাদি হয়ে মামালা দুটি দায়ের করেন।

সরকারি কাজে বাধা দান, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, পুলিশের ওপর হামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নসহ বেশ কয়েকটি অভিযোগ এনে মামলা দুটি দায়ের করা হয়।

দায়ের করা উভয় মামলার এজাহারে হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ আরও কয়েকজন শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও সাত থেকে আটশ’ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামকেও তার শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার আটক করেছে দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে পুলিশের প্রিজনভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নিয়েছে বিএনপি কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

একে// এআর