ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

অর্ধশতক করেই আউট তামিম

প্রকাশিত : ১০:৫১ এএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১১:২২ এএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হারার দু:স্মৃতি ভুলে টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে ১ম টেস্টে  টস জিতেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রত্যাশিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে শুভ সূচনা করে টাইগাররা।
ইতোমধ্যে অর্ধশতক করেছেন তামিম ইকবাল। তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহের দিকে যাচ্ছিল বাংলাদেশ। তবে অর্ধশতক করেই আউট হয়ে গেছেন তামিম। পেরেরার বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় তার ঝুড়িতে ৫২ রান।
চার-ছয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন তামিম। এখন পর্যন্ত পাত্তাই পাচ্ছে না শ্রীলংকার বোলাররা। তামিমের ইনিংসে একটি ছয় ও ৬ টি চারের মার রয়েছে। বল ও রানের গড় দেখে বোঝাই যাচ্ছে কতটা মারমুখি ছিলেন তামিম।
তামিম আউট হয়ে যাওয়ার পর মাঠে নেমেছেন মমিনুল। তিনি সঙ্গ দিচ্ছেন ইমরুল কায়েসের। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭৭ এক উইকেটে। ২৪ রানে ব্যাট করছেন ইমরুল। আর মমিনুল করেছেন ২।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রোসেন সিলভা, দিলরুয়ান পেরেরা, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লক্ষন সান্দাকান, লাহিরু কুমারা
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।
/ এআর /