ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

চাষীদের টাকা ছাড়াই হিসাব খোলার ঘোষণা আল আরাফাহ ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যানের

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৫৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার

কৃষকদের সুবিধার্থে টাকা ছাড়াই চাষীদের হিসাব খোলার ঘোষণা দিয়েছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ। তিনি আরো বলেন, এটিএমসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবাও ছড়িয়ে দেয়া হবে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকারদের সংবর্ধনার সময় তিনি এসব বলেন। বেসরকারী আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শাহ আমানত বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন পটিয়ার সন্তান আবদুস সামাদ। এ সময় আল আরাফাহ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভ কামনা জানান। ব্যাংকটির নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ জানালেন, কৃষকদের সুবিধায় টাকা ছাড়াই হিসাব খোলার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরো জানান, গ্রামীণ পর্যায়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা বাড়ানোর পাশাপাশি প্রান্তিক মানুষকে আধুনিক সুবিধা দেয়ার কথা ভাবা হচ্ছে। ২৭ এপ্রিল আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্র“পের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কো¤পানি লিমিটেড ও রিলায়েন্স ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন এই সফল ব্যবসায়ী।