ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘চেইন ইমিগ্রেশন’ বন্ধের প্রস্তাব ট্রাম্পের

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

যুক্তরাষ্ট্রের ‘চেইন ইমিগ্রেশন’ সিস্টেম বন্ধের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এক ঘণ্টা ২০ মিনিটের বক্তব্যে ট্রাম্প আরও বলেন, আমেরিকার নিরাপত্তা ও গরিব আমেরিকানদের স্বার্থেই অভিবাসনের রিফর্ম বিল পাশ হবে বলে আশা রাখছি।

‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ট্রাম্প গত এক বছরের বিভিন্ন সাফল্যের বর্ণনা করেছেন। এর পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলেছেন তিনি। তবে ডেমক্র্যাটরা অনেকেই তা বর্জন করেছেন। এবং নারী কংগ্রেসম্যানরা ট্রাম্পের অ-আমেরিকান নীতির প্রতিবাদ জানিয়েছেন।

চেইন ইমিগ্রেশন তথা পারিবারিক কোটায় স্বামী/স্ত্রী, পুত্র-কন্যা, মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, খালা-খালু, মামা-মামিরা যুক্তরাষ্ট্রে আসার যে সুযোগ পাচ্ছেন তা রহিতের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এর পরিবর্তে মেধা-দক্ষতাসম্পন্ন কর্মী ভিসা চালুর কথা বলেছেন তিনি। সেই সঙ্গে পারিবারিক কোটা শুধুমাত্র স্বামী-স্ত্রী এবং অপ্রাপ্ত বয়ষ্ক পুত্র-কন্যার মধ্যে সীমিত করার বিকল্প প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট। তার প্রস্তাব অনুযায়ী বন্ধ করা হবে ডিভি লটারিও। কারণ, ডিভি লটারি এবং পারিবারিক কোটায় আগত কয়েকজন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলা চালিয়েছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প ১৮ লাখ তরুণ-তরুণীকে নাগরিত্ব দিতে চান। কারণ এরা শিশুকালে মা-বাবার সাথে যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু এখনও গ্রিনকার্ড পাননি।

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের দক্ষিণাঞ্চলে দেয়াল নির্মাণে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ, এ সীমান্তের দুর্গম পথ দিয়ে ক্রিমিনালরা যুক্তরাষ্ট্রে এসে অপকর্ম করছে।

প্রেসিডেন্ট বলেন, গত ৩০ বছর ধরে অভিবাসনের ভঙ্গুর অবস্থা ঢেলে সাজানোর কথা বলা হলেও তা কেউই করতে পারেনি। কিন্তু এখন আমি রিপাবলিকান এবং ডেমক্র্যাট উভয় পার্টির সাথে বৈঠক করে অতি সম্প্রতি কংগ্রেসে এ অভিবাসন-ব্যবস্থার সংস্কার সাধনের একটি বিল উথাপনে উদ্বুদ্ধ করেছি।

সূত্র: পলিটিকো ডট কম

একে// এআর