সেঞ্চুরি হলো না মুশফিকের
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার
চট্টগ্রাম টেস্টে রান উৎসবে মেতে উঠেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল, মমিনুলের পর ব্যাট উচিয়েছেন মুশফিকুর রহিমও। চট্টগ্রাম টেস্টে অর্ধশতক পেরিয়েছেন মুশফিক। এর মধ্য দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
তবে শেষ পর্যন্ত সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মুশফিক। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেকে আউট হন এ টপ অর্ডার। এর আগে দুইশ’রানের জুটি গড়েন মমিনুলকে সঙ্গে নিয়ে। দলীয় ৩৫৬ রানে যখন মুশফিক আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তখন মুশফিক-মমিনুল জুটি থেকে আসে ২৩৬ রান।
মুশফিকের ৯২ রানের মধ্যে ১০ টি বাউন্ডারি ছিল। লাকমলের বলে ডিকেভেলার হাতে ক্যাচ দিয়ে আউট হন এ ব্যাটসম্যান।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩৬৬ চার উইকেটে। ১৬৯ রানে ব্যাট করছেন মমিনুল। আর মাহমুদুল্লাহ ব্যাট করছেন ৭ রানে।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।
/ এআর /