ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ভূমিকম্পে কেঁপে ওঠলো আফগানিস্তান

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

আফগানিস্তানে মাঝারি মানের ভূমিকম্প আঘাত হেনেছে। শুধু আফগানিস্তানই নয়, পার্শ্ববর্তী দেশে পাকিস্তানেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূ-জরিপ (ইউএসজিএস) বিভাগ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের হিন্দু কোশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। হেক্টর স্কেলে এর মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৬৫ কিলোমিটার উত্তরে ছিল বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া এটি পাকিস্তানের খাইবার পাকতুন প্রদেশের শিট্রেল থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে ছিল বলে জানিয়েছে তারা।

গত কয়েক বছর ধরেই এশিয়ার ওই এলাকায় বারবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানছে। কাবুলের বাসিন্দা কুদরুত-উল্লাহ রিজভী জানিয়েছেন, ‘আমি যখন ঘরে বসে ছিলাম, তখন হঠাৎ করেই সব কিছু কেঁপে ওঠে।

উল্লেখ্য, ২০১৫ সালে পাকিস্তান-আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই সময় দুই দেশের অন্তত ৩০০ জন নিহত হন।

সূত্র: আল-জাজিরা
এমজে/