পুলিশকে ধৈর্য ধরতে হবে: বিদায়ী আইজিপি
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার
বিদায়ের পূর্বক্ষণে আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশকে ধৈর্য্য ধরতে হবে। গতকাল যে ঘটনা (পুলিশ ভ্যানে হামলা) ঘটেছে, সামনে এ ধরণের ঘটনা আরও ঘটবে। তাই পুলিশকে ধৈর্য্য ধরে এসব মোকাবেলা করতে হবে।
বুধবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র, অনেক নাটক হতে পারে, এগুলোকে মোকাবেলা করে নির্বাচনের পরিবেশ বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে নতুন আইজিপি জাবেদ পাটোয়ারীর উদ্দেশে শহীদুল হক বলেন, নির্বাচনী বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরের শুরুতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে মঙ্গলবার খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাই কোর্ট এলাকায় বিএনপিকর্মীরা চড়াও হয় পুলিশের ওপর। সেখানে কয়েকজন পুলিশ হামলার শিকার হন। ভাঙচুর করা হয় তাদের গাড়ি।
এসি/ এআর