ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বায়োমেট্রিক সিম বা রিম-এর রি-রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আগামীকাল

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৬ শুক্রবার

কাল শেষ হচ্ছে বায়োমেট্রিক সিম বা রিম-এর রি-রেজিস্ট্রেশন। তাই শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন পয়েন্টগুলো উপচে পড়া ভিড় দেখা গেছে। বাড়তি ইউজার হওয়ায় সার্ভার আটকে যাচ্ছে বারবার। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, জাতীয় তথ্য ভান্ডারের সার্ভারে কোন সমস্যা নেই। মুহাম্মদ নূরন নবীর রিপোর্ট। দেশে চালু থাকা ১৩ কোটি ৮ লাখ সিম ‘আঙুলের ছাপ বা বায়োমিট্রিক’ পদ্ধতিতে পুনরায় নিবন্ধন শুরু হয়, গেল বছর ১৬ই ডিসেম্বর। ব্যাক্তিগত তথ্যের দোহাই দিয়ে, এ ধরনের ডেটাবেজ কোম্পানীর হাতে তুলে দেবার যৌক্তিকতা নিয়ে, বির্তক তৈরী করে বিভিন্ন মহল। বিষয়টি, সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। সেদিকে, দৃষ্টি ছিল অনেকের। আদৌ নিবন্ধিত হবেন কিনা এ নিয়ে সংশয় কাটতেই; নষ্ট হয়ে যায় নির্ধারিত অনেকটা সময়। শেষ পর্যন্ত রিট আবেদনটি খারিজ হবার পর, গতি পায় সিম রেজিস্ট্রেশনের উদ্যেগটি। গত কাল পর্যন্ত এর আওতায় এসেছে ৮ কোটি ৩৮ হাজার সিম। তারপরও, টার্গেট পূরণ না হওয়ায়, আরো সময় বাড়ানোর আবেদন, বেশিভাগ মোবাইল ব্যবহারকারীর। শেষ সময়ে, ইন্টারনেট ও সিস্টেমের ধীরে চলা নীতির কারণে, দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। অভিযোগ ছিল, বিকল্প ব্যবস্থা কেন রাখা হয়নি। চারমাসের বেশিরভাগ, সময় গেছে, সচেতনতা বাড়াতে। প্রযুক্তি যথেষ্ঠ উন্নত; কিন্তু সিস্টেমেরও সীমাবদ্ধতার কথা বলছেন, এই তথ্য-প্রযুক্তিবিদ। এ বিষয়ে, নারায়ণগঞ্জে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এনআইডি সার্ভারে কোন ত্রুটি নেই; মোবাইল অপারেটর দের সার্ভারে কোন সমস্যা আছে কিনা সেটা আগে দেখতে হবে। জনগনের ভোগান্তি এড়াতে, কোম্পানীগুলোর আরো বেশি সচেতন হবার প্রয়োজন ছিল বলেই মনে করেন তিনি।