ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

অভিন্ন প্রশ্নে এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশিত : ১১:২৮ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

প্রথমবারের মতো সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। কোনো সেন্টার বা বোর্ডের আওতাধীন কেন্দ্রে প্রশ্নফাঁস হলে সারা দেশের পরীক্ষা একযোগে বাতিল করা হবে।

আজ বৃহস্পতিবার থেকে থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনু্ষ্ঠিত হবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩ হাজার ৪১২টি কেন্দ্রে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র এবং ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী। গত বছর এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। গত বছরের চেয়ে এবার ২০৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৭৬টি কেন্দ্র বেড়েছে।

এবারও জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইনসহ মোট ৭টি কেন্দ্রে ২৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী ও সেরিব্রাল পলসি জনিত প্রতিবন্ধী পরীক্ষার্থীদেরকে অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।

একে// এআর