‘প্রশ্নফাঁস বন্ধে যা করার তাই করছি’
প্রকাশিত : ১২:১২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মানুষের পক্ষে যা করা সম্ভব তাই করেছি। কোথাও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সারাদেশে সে দিনের পরীক্ষা বাতিল করা হবে। আমরা আশা করছি এবার আর কোনোভাবেই প্রশ্নফাঁস হবে না।
বৃহস্পতিবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরির্দশন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ারও আহ্বান জানান।
রাজনীতিবিদদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তো আপনাদেরই সন্তান। ২০ লাখের বেশি শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করে এবং পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক কর্মসূচি দেবেন। যাতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনও অসুবিধা না হয়।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এসএসএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই আমরা অনেক ঝুঁকির মধ্যে রয়েছি। কেউ যদি প্রশ্নফাঁসের মতো নোংরা কাজের মধ্যে জড়িত হয়, তাকে কোনোভাবেই রেহাই দেয়া হবে না। এ বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা কাজ করছে। সন্দেহজনক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।
শিক্ষক-অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ প্রশ্ন কেনাবেচার মধ্যে জড়িত হবেন না। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে চাই। যদি প্রশ্নপত্রের মতো দেখতে এমন কিছু আদান-প্রদান করা হয়, তবে সেও প্রশ্নফাঁসের অপরাধে সাজাপ্রাপ্ত হবেন।
৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ অভিভাবদের জন্য বাড়তি ভোগান্তি এমন অভিযোগ তুলে ধরলে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার তো একটা নির্ধারিত সময় থাকবে। আমরা এবার থেকে পরীক্ষার সময় কমিয়ে এনেছি। তাই ৩০ মিনিট আগেই বাধ্যতামূলক কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এটি মাথায় নিয়ে সবাইকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুরোধ জানান তিনি।
/ এআর /