ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

মাহমুদুল্লাহর ফিফটি

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দ্রুত তিন উইকেট হারিয়ে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। সেই জায়গা থেকে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সানজামুল।

মাহমুদুল্লাহ ও রিয়াদের ব্যাট থেকে এসেছে ৫০ রানের জুটি। দলীয় ৪১৭ রানে ৭ম উইকেটের পতনের পর মাঠে আসেন অলরাউন্ডার সানজামুল। ধীরে সুস্থে খেলে অধিনায়ক ও সানজামুল জুটি ৫০ রান যোগ করে।

৫০ রানের জুটি গড়ার পর অর্ধশতকের দেখা পান টাইগার অধিনায়ক। বিরতির পর মাঠে নেমে প্রথম ওভারেই পঞ্চাশের দেখা পান মাহমুদুল্লাহ। এ প্রতিবেদন লেখার সময় মাহমুদুল্লাহ ৫৫ রানে ব্যাট করছেন। বল খেলেছেন ৯৪ টি। ৫ টি চার ও একটি ছয়ে সাজানো তার ইনিংস।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৪৭৫/৭। সানজামুল ব্যাট করছেন ২৪ রানে।

এর আগে দ্বিতীয় দিনে উইকেট পরে তিন তিনটি। ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন মমিনুল ১৭৬ রান করে আউট হন।১৬ বাউন্ডারি ছক্কায় ১৭৬ রানের ইনিংসটি সাজান তিনি। মুমিনুলের পর মোসাদ্দেক হোসেন নেমেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৭তম ওভারে সেই হেরাথের বলেই মিডঅনে ক্যাচ দেন মোসাদ্দেক () মেহেদী হাসান মিরাজ (২০) ব্যাকওয়ার্ড পয়েন্টে বল পাঠিয়ে রান নিতে গিয়ে রানআউট হন।

বুধবার প্রথম দিনে বাংলাদেশ উইকেটে করে ৩৭৪ রান।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /