ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি রংপুরের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা আনিসুল

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেলোও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি রংপুরের ভাষা আন্দোলনের সাহসী সৈনিক, মুক্তিযোদ্ধা আনিসুল হক। বঙ্গবন্ধুর বিভিন্ন সমাবেশে যোগদানসহ তৎকালীন রংপুরের মিছিল-মিটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবন পার করে এখন সামাজিক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন আনিসুল হক।


৫২’র ভাষা আন্দোলনে দেশ যখন রাষ্ট্রভাষা বাংলা চাই শ্লোগানে উত্তাল সেই সময়ে রংপুর অঞ্চলে সভা-সমাবেশে পরিচিত মুখ ছিলেন তিনি। এখনো বয়স যোনো হার মানে তার সংগ্রামী চেতনার কাছে।

পুরো নাম মীর আনিসুল হক পেয়ারা। ১৯৪৮ সালে রংপুর জিলা স্কুলের ছাত্র থাকাকালীন বিভিন্ন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ১৯৫২ সালে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষাথী থাকা অবস্থায় সরাসরি অংশ নেন ভাষা আন্দোলনে।

শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও রাজনৈতিক কর্মী হিসেবে আনিসুল সব সময়ই ছিলেন তৎপর। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু হত্যার খুনীদের বিচার আর স্বৈরাচার পতন আন্দোলনেও অংশ নেন তিনি। এসব কারণে কারাভোগও করতে হয় এই বর্ষীয়ান রাজনীতিবিদকে।
রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় নিজের কোনো আক্ষেপ না থাকলেও স্বজন আর এলাকাবাসি চান এই সম্মানে ভূষিত হোন আনিসুল হক।
এখনো সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আনিসুল হক। ভিডিও লিংক...

 

http://www.ekushey-tv.com/videogallery/index.php?videoinfo=3741

এসএইচ/