ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

সু চির বাড়িতে বোমা হামলা

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির বাড়ির কমপাউন্ডে পেট্রলবোমা হামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন সু চির দফতরের একজন কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপি এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, সু চি`র বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তাঁর দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সু চি বর্তমানে নে পি ট-তে অবস্থান করছেন। বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তারা। বোমা নিক্ষেপের সাথে কারা জড়িত সেটি এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তার। তবে সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

সু চি`র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চি`র আন্তরিকতার অভাব আছে।

সূত্র: বিবিসি

একে// এআর