ঝামেলা মুক্ত জীবন চান প্রভা
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় দক্ষতা দিয়ে যেমন হয়েছেন প্রশংসিত, ঠিক তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন বহুবার। তবে সব কিছু সামলে নিয়ে প্রভা ছুটছিলেন আপন গতিতে। কিন্তু বিতর্ক তাকে পিছু ছাড়েনি। কাছের মানুষ, দূরের মানুষদের কাছে বারবার হয়েছেন প্রতারিত। তাই সম্প্রতি ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করে এক স্ট্যাটাস দেন অভিনেত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিতিমত ঝড় ওঠে।
এ মুহুর্তে প্রভা নিয়মিত অভিনয় করছেন। ফিরে এসেছেন মিডিয়ায়। তার মতে অতীতকে আকড়ে ধরে বেঁচে থাকার কোন মানে নেই। বর্তমানকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। ফেলে আসা অন্ধকার দিনগুলো নিয়ে আর ভাবতে চান না প্রভা। তবে গত বছর ভালোই কেটেছে তার। অপরদিকে চলতি বছরের শুরুতেই একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
এ বিষয়ে প্রভা বলেন, ‘ক্রিটিকরা আমার কাজের প্রশংসা করেছেন। দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছি। অল্প কিছু কাজ করলেও সেগুলো মানসম্মত ছিল। নিজের কাজ নিয়েও সন্তুষ্ট ছিলাম।’
কিছুদিন পরিবারকেও সময় দেন তিনি। অভিনয়ের বাইরে ভালো সময় কেটেছে গত ঈদে। বাবা-মা আর ভাইকে নিয়ে এক মাসের ট্যুরে ইউরোপে ছিলেন প্রভা।
এ বিষয়ে প্রভা বলেন, ‘পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটানো হয় না। সে হিসেবে ট্যুরটা আমার জন্য ছিল আশীর্বাদের মতো। ট্যুরের কারণে যদিও মাসখানেক কাজে গ্যাপ পড়েছিল কিন্তু সেটা পরে পুষিয়ে নিয়েছি। ঈদের পরপরই ভালো কয়েকটা নাটকে কাজ করেছি।’
নিজের আশেপাশের নেগেটিভ মানুষদের নিয়ে তিনি বলেন, ‘২০১৭ সালে আমার আশেপাশের কিছু নেগেটিভ মানুষের মুখোশটা খুলে গেছে। আমি ওদের আসল রূপটা চিনতে পেরেছি। অথচ আমি জানতাম, ওরা আমার জীবনের জন্য পজিটিভ। পরে উপলব্ধি করেছি ওরা আমার লাইফের জন্য হার্মফুল। নতুন বছরে ওদের কাছ থেকে মুক্তি পেয়েছি-এটাই আমার জন্য অনেক ভালোলাগার।
সম্প্রতি ফেসবুকে দেওয়া স্ট্যাটাস প্রসঙ্গে প্রভা বলেন, ‘স্ট্যাটাসটা আসলে ওদের জন্য না। সেটা মিডিয়ার কিছু মানুষদের জন্য ছিল। যারা আমার ব্যাপারে ভ্রান্ত ধারণা পোষণ করে। আশা করি, যাদের উদ্দেশ্যে দিয়েছি তারা বুঝে গেছে। নামগুলো বলতে চাইছি না।’
নতুন বছরে নিজের পরিকল্পনা নিয়ে প্রভা বলেন, ‘সব জটিলতা কাটিয়ে উঠেছি আমি। বছরটা নির্ঝঞ্ঝাট থাকতে চাই। নিজের মতো করে বেছে বেছে কিছু কাজ করতে চাই।’
এসএ/