চাপের মুখেও গার্মেন্টস শিল্পকে আগলে রেখেছি : বিদায়ী আইজিপি
প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদগর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ভিতর-বাহির নানামুখী চাপ থাকলেও আমরা দেশের গার্মেন্ট খাতকে আগলে রেখেছিলাম। ২০১৩ সালে যখন জ্বালাও পোড়াও ও পেট্রোলবোমার আতংকে মানুষ ঘর থেকে বের হতো না। তখনও আমরা এ খাতের সামান্যতম ক্ষতি হতে দেই নি। কারণ এর উপর ভর করেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠতে পেরেছে।
আজ রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। আইজিপি থেকে বিদায়ী নেওয়া উপলক্ষ্যে বিজিএমইএ তার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিজিএমইএ`র সভাপতি সিদ্দিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ নাসির, এডিশনাল আইজি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদুল হক বলেন, আমি অত্যন্ত খুশি যে চাকরির এ পর্যায়ে এসে আমাকে অবসর নিতে হচ্ছে। আমি আমার কাজের মাধ্যমে দেশবাসী ও সহকর্মীদের ভালোবাসা পেয়েছি। এটাই আমার জন্য অনেক। আজ বিজিএমইএ একজন বিদায়ী আইজিপিকে নিয়ে সংবর্ধনা দিচ্ছে। এই সংবর্ধনা অন্যান্য পুলিশ অফিসারদেরকে অনুপ্রাণিত করবে। এই আয়োজনের জন্য বিজিএমইএকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, দেশের রফতানি আয়ের ৮২ শতাংশ আসে গার্মেন্টস থেকে।এটা দেশের অর্থনীতির প্রাণ। তাই পুলিশের সঙ্গে এই সংগঠনের অত্যন্ত ভালো সম্পর্ক থাক প্রয়োজন। অতীতের জ্বালাও পোড়াও আন্দোলনের সময়ও আমরা এই সেক্টরকে রক্ষা করেছি। তাদের মালামাল গুলো নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। আমার আশা বর্তমান আইজিপিও আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন।
তিনি আরো বলেন, আমরা জঙ্গি দমন করতে না পারলে দেশে বসবাস কঠিন হয়ে পড়তো।আমরা জঙ্গি দমনে সক্ষম হয়েছি বলেই আজ আমাদের দেশে একের পর এক আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন।
সদ্য দায়িত্বপ্রাপ্ত আইজিপি জাবেদ পাটওয়ারীর বিষয়ে তিনি বলেন, বর্তমান আইজিপি ৯ বছর এসবিতে ছিলেন। তিনিও অত্যন্ত যোগ্য ব্যক্তি। আমি বিশ্বাস করি আমরা যেভাবে জঙ্গি ও মাদক দমনে কাজ করেছি তিনিও সেই ধারাবাহিতা অব্যাহত রাখবেন।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পোশাক খাত দেশের উন্নয়নের চালিকা শক্তি। তবে এ খাতকে আজকের এ পর্যায়ে আনতে দেশের সব মহলের সহযোগিতার পাশাপাশি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর অবদান অনস্বীকার্য। গার্মেন্টস খাতকে এগিয়ে নিতে আশা করি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা বাহিনীর এ সহযোগিতা অব্যাহত থাকবে।
আরকে/ এআর/