আগামীতে সকল নাগরিক পেনশন পাবে: অর্থমন্ত্রী
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন আগামীতে দেশের সকল নাগরিক পেনশন পাবে। সামনের বাজেটে এ বিষয়ে ‘ইউনিভার্সল পেনশন’ ব্যবস্থার রুপরেখা উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে পেনশনভোগীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পরিশোধের পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘পেনশন নিয়ে এখন থেকে আর টেনশন করতে হবে না। দেশে যত নাগরিক আছে সবাইকে এর সুযোগ দেওয়া হবে। ফিলোসফি হলো সবার জন্য কিছু করা। এ ব্যাপারে আমরা কমিটেড, যে কোনো সময় এটা হয়ে যাবে।
তিনি বলেন, ‘আগামী বাজেট অধিবেশনে আমি এ ব্যাপারে ঘোষণা দেব। আমরা পেনশন সিস্টেমের যেটা করলাম, এটা নিয়ে দেশের প্রত্যেক নাগরিক বেনিফিটেড হবে। কারণ জাতীয় পেনশন পদ্ধতিতে সকলকে ইনকর্পোরেট করা হবে।
এ বিষয়ে অর্থমন্ত্রী আরো বলেন, ‘এই পেনশন পদ্ধতি দেশের সব মানুষের জন্য। এটা এখনি বাস্তবায়ন হবে না। তবে আমি এর একটা রুপ রেখা দিয়ে যাবো। সে জন্য আমাদের এটা নিয়ে কাজ চলছে।
এসি/