উচ্চ আদালতে ব্লগার রাজিব, বিডিআর, দশ ট্রাক অস্ত্র মামলা ডেথ রেফারেন্স শাখায়
প্রকাশিত : ০৯:১৪ এএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৯:১৪ এএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার
উচ্চ আদালতে ব্লগার রাজিব, বিডিআর, দশ ট্রাক অস্ত্র মামলাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা ডেথ রেফারেন্স শাখায় রয়েছে। এসব মামলা দ্রুত শুনানি করতে সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী পদক্ষেপের কথা জানান আইনজীবীরা। তারা বলছেন, নিম্ন আদালত থেকে মুত্যুদন্ডের রায় বেশি আসায় অনেক সময় ডেথ রেফারেন্স মামলাগুলোর জট তৈরি হয়।
২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। গত ১৭ জানুয়ারি রাজীব হত্যা মামলার বিচারিক আদালতের নথিপত্র হাইকোর্টে আসে। এখন এ মামলা শুনানির জন্য পেপারবুক প্রস্তুতের পর্যায়ে রয়েছে।
২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত হাইকোর্টে এমন ৪১১টি ডেথ রেফারেন্স মামলা বিচারাধীন রয়েছে। গত দশ বছরে হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয় ৯৪৬টি ডেথ রেফারেন্স মামলা। এদিকে, সুপ্রিম কোর্টের অবকাশ শেষে মে মাসে শুনানির অপেক্ষায় রয়েছে রমনা বোমা হামলার মামলা। বিডিআর হত্যা মামলার শুনানি চলছে। শুনানির অপক্ষোয় রয়েছে চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলা, পুলিশ দম্পত্তিকে হত্যার দায়ে ঐশির মামলাসহ বেশ কিছু মামলা। অগ্রাধিকারের ভিত্তিতে এসব মামলা নিষ্পত্তি করা হবে বলে জানান সিনিয়র আইনজীবীরা।
বাংলা ভাইসহ ছয় জঙ্গীর ফাঁসি কার্যকর হওয়ার পর এখনও ২১ জঙ্গী কারাগারে আছে। তাদের ডেথ রেফারেন্স বহুদিন ধরে শুনানির অপেক্ষায় আছে হাইকোর্টে। তবে এসব মামলা এভাবে পড়ে থাকলে বিচার বিভাগের ওপর বিচারপ্রার্থীরা আস্থা হারাতে পারে বলে মনে করেন আইনজীবীরা।
নিম্ন আদালত কোন আসামীকে মৃত্যুদন্ড দিলে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী ওই মৃত্যুদন্ডাদেশ কার্যকর করতে হাইকোটের্র অনুমোদন প্রয়োজন হয়। তাই রায়সহ মামলার নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় আসে। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামীদের কনডেম সেলে থাকতে হয়।