ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

গত ৪ মাসে জঙ্গি হামলায় ৮ হত্যাকান্ড

প্রকাশিত : ০৯:২১ এএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৯:২১ এএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার

গত ৪ মাসে রাজধানীসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় সংঘটিত হয়েছে ৮ হত্যাকান্ড। এর মধ্যে চলতি মাসেই হয়েছে ৪ হত্যাকান্ড। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস ও আল কায়েদার দায় স্বীকার করা এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১৬ জন। একটি মামলায় নিষিদ্ধ জেএমবির ৩ জঙ্গি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে, অন্য মামলাগুলোর তদন্তে নেই অগ্রগতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘টার্গেট কিলিং’ হওয়ায় এসব হত্যাকান্ডের আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়নি। ধর্মবিরোধী আখ্যা দিয়ে বছরের প্রথম ৪ মাসেই শিক্ষাবিদ, গণজাগরণমঞ্চের কর্মী, শিয়া সম্প্রদায়, পুরোহিত ও ধর্মান্তরিত খৃষ্টানদের উপর ৮টি হামলা চালায় জঙ্গিরা। জানুয়ারির প্রথম সপ্তাহেই ঝিনাইদহে ধর্মান্তরিত খৃস্টান সমির উদ্দিনকে কূপিয়ে হত্যা করে জঙ্গিরা। আপস... পঞ্চগড়ে পুরোহিত যোজ্ঞেশ্বর রায় খুন হন ২১ ফেব্রুয়ারি। ১৪ মার্চ ঝিনাইদহে জঙ্গিদের অপর এক হামলায় নিহত হন স্থানীয় শিয়া সম্প্রদায়ের নেতা আব্দুর রাজ্জাক। ২২ মার্চ কুড়িগ্রামে হোসেন আলি নামে এক ধর্মান্তরিত খ্রিস্টানকে গলা কেটে হত্যা করে জঙ্গিরা। আপস... চলতি মাসের ৬ এপ্রিল পুরনো ঢাকায় গণজাগরণমঞ্চের কর্মী নাজিমউদ্দিন সামাদ, ২৩ এপ্রিল রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী এবং ২৬ এপ্রিল রাজধানীতে ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়ও জঙ্গি হামলায় নিহত হন। ধর্মীয় চিন্তাবিদরা বলছেন, বিপথগামী তরুণরাই ঘটাচ্ছে এসব বর্বরোচিত ঘটনা। তাই সচেতনতার মাধ্যমেই মূলধারায় ফিরিয়ে আনতে হবে তাদের। ঝিনাইদহের সমির ও রাজ্জাক হত্যা মামলায় ৬, পঞ্চগড়ের যোজ্ঞেশ্বর হত্যা মামলায় ৭ ও অধ্যাপক রেজাউল হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার হয়। আর যোজ্ঞেশ্বর হত্যা মামলায় জেএমবির ৩ নেতা জবানবন্দি দিয়েছে। অন্য মামলাগুলোর তদন্তে অগ্রগতি নেই। চলতি বছরের ৭ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৮টি জঙ্গি হামলার মধ্যে আইএস ৫টি আর আল কায়েদা ৩টি হামলার দায় স্বীকার করে ইন্টারনেটে প্রচারণা চালায়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই জঙ্গিদের তান্ডব চলছে বলে মন্তব্য করেন তিনি।