কাবুল হামলার পরিকল্পনা হয় পাকিস্তানে
প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে আফগানিস্তানের শীর্ষ কর্মকর্তারা। তাদের বলছেন, ওই হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে।
আফগানিস্তনের গোয়েন্দা সংস্থার প্রধান মুহাম্মদ মাসুম অভিযোগ করে বলেন, সম্প্রতি কাবুলে একের পর এক হামলার পরিকল্পনা সীমানার ওপার থেকে করা হয়েছে। শুধু তাই নয়, ওই হামলাকারীদের সীমান্তের ওপার থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় মাসুম পাকিস্তানের উদ্দেশে বলেন, আপনারা সীমান্ত সন্ত্রাসদের আমাদের হাতে ফিরিয়ে দিন। সন্ত্রাসীদের একটিই পরিচয়, তারা সন্ত্রাস। ইসলামাবাদের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করার একদিন পর আফগানিস্তানের কর্মকর্তারা এ কথা বলেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহে দেশটিতে অন্তত ৩টি বড় ধরণের হামলার ঘটনা ঘটে। এতে শতাধিক নাগরিকের প্রাণহানি ঘটে। আফগানিস্তানের অভ্যন্তর বিষয়ক মন্ত্রণালয় পাকিস্তানকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। এসময় তিনি আরও বলেন, আমরা এখন দেখতে পাকিস্তান তাদের বিষয়ে কি পদক্ষেপ নিই।
গত মাসে তালেবান ও আইএস জঙ্গীদের হামলায় দেশটিতে অন্তত ২০০ মানুষের প্রাণহানি ঘটে আফগানিস্তানে। ওই সময় অভিযানে আটকদের কাছ থেকে পাওয়া তথ্য মতে দেখা যায়, তাদের অনেকেই পাকিস্তানের জঙ্গী সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশটিতে আক্রমণ চালিয়েছে।
সূত্র: দ্য ডন
এমজে/