গণমাধ্যম বন্ধে সরকারের সিদ্ধান্ত বাতিল
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
কেনিয়ায় গণমাধ্যম বন্ধে সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। তিনটি বেসরকারি টেলিভিশন বন্ধ করে দেওয়ার সরকারি আদেশ বাতিল করে আদালত জানিয়েছেন, টেলিভিশনগুলো স্বাধীনভাবে সম্প্রচার করতে পারবে।
গত সপ্তাহের প্রথমদিকে টেলিভিশন তিনটি বিরোধীদলের প্রধান রাইলা ওডিংগার বিতর্কিত, প্রতীকি শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিলে সরকার টেলিভিশন তিনটির সম্প্রচার বন্ধ করে দেয়।
উচ্চ আদালত সরকারের দেওয়ার সিদ্ধান্ত ১৪ দিনের জন্য বাতিল করে দিয়েছেন। ওই তিন টেলিভিশন হলো এনটিভি, কেটিএন টিভি এবং সিটিজেনস। তবে আগামী বৃহস্পতিবার সরকারের আদেশের বিরুদ্ধে এনটিভির করা লিগেল চ্যালেঞ্জের শুনানি অনুষ্ঠিত হবে।
তবে সরকার আশা করছে, আগামী ১৪দিন পরই তারা টেলিভিশন তিনটির সম্প্রচার বন্ধ করে দিতে পারবে। ইতোমধ্যে টেলিভিশন তিনটির সম্প্রচার বন্ধ রয়েছে। উল্লেখ্য, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনে জয়লাভ করার ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে আগামী শনিবার দেশটির রাজধানী নাইরোবির উহরু পার্কে প্রতীকি শপথ গ্রহণ করার কথা রয়েছে।
নির্বাচন বর্জনের তিন মাস পর আগামী শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তাঁর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে দেশটির শৃঙ্খলাভঙ্গের প্রধান কারণ আখ্যা দিয়ে দেশটির অভ্যন্তর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরণের কোন অনুষ্ঠান সম্প্রচার করতে দেওয়া হবে না।
সূত্র: আল-জাজিরা
এমজে/