ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ফিডার ওয়ানের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ১০:৪৬ এএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার

আউটার রিং রোডের ফিডার ওয়ানের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর সিমেন্ট ক্রসিং মোড়ে এই মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিটি আউটার রিং রোড প্রকল্পের আওতায় ফিডার রোড-১এর জন্য ৩৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহর নারিকলে তলার সাইট পাড়া এলাকার প্রায় ২শ’ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। পুনর্বাসনের আশ্বাসে উচ্ছেদ করা হলেও এখনো এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহণ করছে না। এতে হাজার হাজার মানুষ বাপ-দাদার ভিটে হারিয়ে উদ্ভাস্তুর মতো জীবনযাপন করছে। আগামী এক মাসের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ না দিলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে।