আ. লীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

বিএনপির নেতাকর্মীদের হামলা প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহবান জানান।
তিনি বলেন,‘আগামীকাল বিএনপির জাম্বু জ্যাকেট মার্কা কার্যনির্বাহী কমিটির সভা তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিটিং হবে ফাইভ স্টার হোটেল লা মেরেডিয়ানে। যারা ফাইভ স্টার হোটেলে সভা করে, তারা কখনও জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি আপনাদের রাজপথে থাকতে হবে এবং বিএনপি যেন কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা হামলা করা হয় তাহলে শুধু প্রতিহত করবো না, তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো।’
সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামসহ অনেকে।
কেআই/টিকে