ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বইমেলায় মিলটন রহমানের ছয়টি গ্রন্থ

প্রকাশিত : ১০:২০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:১৬ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

এবারের অমর একুশে গ্রন্থমেলায় সাংবাদিক মিলটন রহমানের লেখা ছয়টি গ্রন্থ বের হচ্ছে।

কাব্যগ্রন্থ ‘স্নোড্রপ চুম্বনের‘ আগামী ‘প্রকাশনী বইটি প্রকাশ করেছে। মেলার ১০ নম্বর প্যাভিলিয়নেই রয়েছে আগামী প্রকাশনী সংস্থার স্টল। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন প্রিয় শিল্পী নির্ঝর।

নৈ:শব্দ্য প্রবন্ধগ্রন্থ ‘কবি শহীদ কাদরী ও অন্যান্য প্রবন্ধ‘ প্রকাশক। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান শিল্পী আবু জাফর।

কাব্যগ্রন্থ ‘চূর্ণকাল‘ গ্রন্থটি আগামী প্রকাশনীতেই পাওয়া যাচ্ছে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

গল্পগ্রন্থ ‘নকশাপুরাণ‘ ২০১৫, প্রকাশক: বিদ্যাপ্রকাশ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈ:শব্দ্য।পাওয়া যাচ্ছে বিদ্যা প্রকাশের স্টলে।

কাব্যগ্রন্থ ‘নিষঙ্গ‘ প্রকাশক:আড়িয়াল, ২০১২। এ গ্রন্থের প্রচ্ছদ করেছেন বন্ধু মার্জিতা প্রিমা।

গল্পগ্রন্থ ‘ব্রুটাস পর্ব এবং কর্তার শারীরিক অবনতি‘ ২০০২, প্রকাশক: ছায়ালোক।