ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

এবার বেঈমানি করলে ক্ষমা নেই : খালেদা

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দলের সঙ্গে বেঈমানি করলে একবার ক্ষমা, বারবার নয়।
আজ শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, একবার ক্ষমা করেছি। কিন্তু ক্ষমা বারবার করা যায় না। তাই দল ভাঙার যত চেষ্টাই হোক কেউ ফাঁদে পা দেবেন না। যারা দলের প্রতি অনুগত থাকবেন তাদের মূল্যায়ন করা হবে। যারা থাকবেন না তাদের আর ক্ষমা করা হবে না। তিনি নেতাদের আশ্বাস্ত করে বলেন, আমি আপনাদের সঙ্গে আছি।
সভায় বিএনপি চেয়ারপারসন জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রয়োজনে এখন প্রয়োজন জাতীয় ঐক্য।
সভার উদ্বোধনী বক্তব্যে খালেদা জিয়া বলেন, আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। দলের নেতা ও এ দেশের মানুষের সঙ্গে আছি। তিনি দলের নেতাদের শান্তিপূর্ণ প্রতিরোধ-প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। ঐক্যবদ্ধ থাকতে নেতা কর্মীদের পরামর্শ দেন।
আগামী ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির এ সভাকে রাজনৈতিক মহলে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ সভা থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসার অপেক্ষায় তৃণমূল বিএনেপির নেতাকর্মীদের।
/ এআর /