দেলোয়ারের সন্ধান চায় পরিবার
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
হারিয়ে যাওয়া মানসিক প্রতিবন্ধী দেলোয়ারের (৩২) সন্ধান চায় তাঁর পরিবার। প্রিয় সন্তান ফিরে আসবে এই প্রতীক্ষায় প্রহর গুনছেন তার বাবা-মা।
দেলোয়ারের গ্রামের বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড মেঘডুবি গ্রামে। তার বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সিরাজ উদ্দীন।
দেলোয়ারের ভাই আলমগীর হোসেন জানান, গত ১৯ ডিসেম্বর সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় প্রতিবন্ধী দেলোয়ার। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি।
সিরাজ উদ্দীন জানান, ছেলে ফিরে আসবে এই আশায় পথ চেয়ে বসে আসেন তারা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গাজীপুর সদর থানায় জিডি করেছেন। জিডি নং ১৯৭৯।
বাড়ি থেকে বের হওয়ার সময় দেলোয়ারের পড়নে ছিল হাফ হাতা টি শার্ট ও পেন্ট। তাঁর গায়ের রং শ্যামল বর্নের।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৯২৫৮০৬০৪১/ ০১৮৬০৭৫৭৯৭২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
/ এআর /