অধ্যাপক হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে৭ দিনের মত প্রতিবাদ কর্মসূচি পালন
প্রকাশিত : ০২:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০২:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার
ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে সপ্তম দিনের মত প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টায় ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মৌন মিছিল বের করে। মিছিল শেষে তারা মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে সমাবেশ করে। এরপর বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবে মৌন মিছিল বের করে সমাবেশে যোগ দিয়ে সংহতি প্রকাশ করে। বেলা ১১টায় ক্যাম্পাসে মৌন মিছিল বের করে শিক্ষক সমিতি। পরে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন। আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। ৩রা মে ক্যাম্পাসে মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষক সমিতি।