বিজিএমইএ’র নির্বাচন চায় ‘স্বাধীনতা পরিষদ’
প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছেন পোশাক মালিকদের নতুন জোট ‘স্বাধীনতা পরিষদ-বিজিএমইএ’। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। এসময় পরিষদের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছর ১১ জানুয়ারি নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করে স্বাধীনতা পরিষদ-বিজিএমইএ’র যাত্রা শুরু হয়। পরে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য একটি প্যানেল ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙ্গা, নতুন ভবন নির্মাণ, মজুরি বোর্ড গঠন ও জাতীয় নির্বাচনের কারণ দেখিয়ে বর্তমান কমিটি তাদের মেয়াদ বৃদ্ধির আবেদন করে। এর প্রেক্ষিতে, বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার (২৯ জানুয়ারি) বর্তমান কমিটির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুসারে কমিটি চলতি বছরের মার্চ মাস থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এর আগেও বর্তমান কমিটির মেয়াদ সরকার ৬ মাসের জন্য বাড়িয়েছিল।
জোটের আহ্বায়ক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, কমিটির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে করা আবেদন আইনসম্মত হয়নি। যে প্রক্রিয়ায় আবেদন করা হয়েছে তা অবৈধ। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ সদস্যদের জরুরি বৈঠক করা বাধ্যতামূলক, যা বর্তমান কমিটি করেনি।
তিনি বলেন, দেশের রফতানি আয়ের শীর্ষ খাত বর্তমানে নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের আহ্বান, এ পরিস্থিতিতে বিজিএমইএ’র বর্তমান কমিটির মেয়াদ না বাড়িয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্বাচনের প্রয়োজন।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী, আগামী ৭ মার্চ বিজিএমইএ’র ৩৫ পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা ছিল।
আর/টিকে