ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অনুমানের সঙ্গে একমত বিশ্বব্যাংক

প্রকাশিত : ১২:১৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০১:৩৫ পিএম, ১ মে ২০১৬ রবিবার

বাংলাদেশে ৭ দশমিক শুন্য পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অনুমানের সঙ্গে একমত বিশ্বব্যাংক। ’বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা, এপ্রিল ২০১৬’ প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জানান, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যে হারে প্রবৃদ্ধি বাড়ছে তা ধরে রাখতে হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোরও পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। বর্তমার সরকারের পরবর্তী চ্যালেঞ্জ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা।  আর সেই লক্ষ্য অর্জনে  খুব একটা পিছেয়ে নেই বাংলাদেশ এমন স্বীকারোক্তি বিশ্বব্যাংকের কন্ঠে। সংস্থাটির বাংলাদেশ প্রধান মধ্যম আয়ে পৌছুনোর প্রেসকিপশনে উঠে আসলো জ্বালানী আর বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা। এদিকে, বিশ্বব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন বলছে, ব্যক্তিখাতে বিনিয়োগ, রাজস্ব আদায়ে আরো সক্রিয় হতে পারলে সেই পথটা আরো সহজ হবে। প্রবৃদ্ধি ৬ এর ঘরে ধরে রাখতে পারলেও বছরের বাকিটা সময় লক্ষমাত্রা ৭.০৫ ছুতে পারবে না বলেও মত সংস্থাটির প্রধান অর্থনীতিবিদের। যদিও প্রবৃদ্ধির পরিসংখ্যানে মন না দিয়ে অর্থনীতিতে কাঠামোগত উন্নয়নের দিকেই নজর দেয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। ইউরোপে অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি আসছে অর্থ-বছরে খানিকটা ভোগাবে বলেও মনে করে সংস্থাটি।