ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গাগার শরীরে প্রচণ্ড ব্যথা, কনসার্ট বাতিল

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১২:৫৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

মার্কিন পপ তারকা লেডি গাগার শরীরে প্রচণ্ড ব্যথা। জন্য তিনি বাতিল করলেন ইউরোপ সফর। ৩১ বছর বয়সী সংগীতশিল্পী এক টুইটে ভক্তদের কাছে জন্য ক্ষমা চেয়েন।

তিনি লিখেছেন, ‘আমি ভীষণ বিধ্বস্ত। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে চাই আগে।’

গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এ তারকা শিল্পী বছর তিনেক ধরে ‘ফিব্রোমায়ালজিয়া’ নামক জটিল রোগে ভুগছেন। এতে তার পুরো শরীরে তীব্র ব্যথা হয়। একই সমস্যায় গত বছর ব্রাজিলের রক ইন রিও ফেস্টিভ্যালে পারফর্ম করতে পারেননি তিনি।

ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ইউরোপ অধ্যায়ে রোববার লন্ডন ও মঙ্গলবার মানচেস্টারের দুই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তার। টিকিট বিক্রিও ইতোমধ্যে শেষ হয়েছে। লন্ডনের মঞ্চে উঠার একদিন আগেই কনসার্টগুলো বাতিলের ঘোষণা এলো তার কাছ থেকে।

উল্লেখ্য, লেডি গাগার এই সমস্যা ধরা পড়ে ২০১৬ সালে। গতবছরের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি।

সূত্র : সিএনএন

এসএ/