‘নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
প্রকাশিত : ১১:৪০ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
অভিবাসন ব্যবস্থাকে স্বচ্ছ ও গতিশীল রাখতে নিরাপদ কর্মসংস্থানের নিশ্চিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। শনিবার সকাল ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে শ্রম কল্যাণ সস্মেলন ২০১৮ উদ্ধোধনের সময় তিনি একথা বলেন।
নুরুল ইসমাল বিএসসি বলেন, প্রায় ১২ মিলিয়ন বাংলাদেশি কর্মী বিশ্বের ১৬৫টি দেশে কাজ করছে। যার মধ্যে ২০১৭ সালেই এক মিলিনয় কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে।
তিনি বলেন, দেশের ১৬ কোটি জনগণের মধ্যে ৬০ শতাংশ কর্মক্ষম। এছাড়া প্রতি বছর ২০ লাখ মানুষ আমাদের শ্রমবাজারে প্রবেশ করছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কর্মক্ষম জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার যে সব কর্মী বিদেশ যাচ্ছেন তাদের অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও স্বচ্ছ, টেকসই করা যায় সে বিষয় কাজ করছে।
এসময় আও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. মনিতা হায়দার, অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ব্যস্থাপনা পরিচালক সেলিম রেজা প্রমুখ।
টিআর/এসএইচ