কর্পোরেট গভর্ন্যান্সে সাফা’র প্রথম পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক
প্রকাশিত : ১০:১৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১০:৩১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে কর্পোরেট গভর্ন্যান্স-এ সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রথম পুরস্কার প্রদান করেছে। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
নেপালের অডিটর জেনারেল তানকা মানি শর্মা (দঙ্গল)-এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ ও ফাস্ট অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফুল আলম।
সার্কভুক্ত দেশগুলোর সিনিয়র অ্যাকাউন্ট্যান্টস এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীরা এসময় উপস্থিত ছিলেন।
সার্কভুক্ত দেশগুলোর ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স, ম্যানুফ্যাকচারিং, কমিউনিকেশন ও আইটিসহ ১৩টি ক্যাটাগরিতে হাজারো প্রতিষ্ঠানের মধ্যে সম্মানজনক এ পুরস্কার অর্জন করে ইসলামী ব্যাংক।
এসি/