ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

অবশেষে বাসভবন ছাড়লেন আরেফিন সিদ্দিক

প্রকাশিত : ১০:২৬ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১১:১৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

দায়িত্ব শেষ হওয়ার প্রায় ৫ মাস পর উপাচার্য ভবন ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

গতকাল রোববার বিকেলে তিনি উপাচার্য ভবন ছেড়ে প্রভোস্ট কমপ্লেক্স এর ৭ম তলার একটি বাসায় উঠেছেন বলে জানা গেছে।

উপাচার্য হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর। এরপরই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ।

বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী নতুন উপাচার্য নিয়োগের পর সাবেক উপাচার্য তার বাসভবন ছাড়ার কথা থাকলেও অধ্যাপক আরেফিন সিদ্দিক বাসা ছাড়েন নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে দুই দফা চিঠি দেয়া হয়। এর পর তিনি নতুন বাসায় চলে যাওয়ার প্রস্তুতি নেন।

এদিকে নতুন উপাচার্য নিয়োগের পর প্রায় সব উপাচার্য-ই কমবেশি সেখানে অস্থায়ীভাবে অবস্থান করেছেন। তবে ব্যতিক্রম ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন। নতুন উপাচার্য নিয়োগের পূর্বেই বাসা ছেড়ে দেন তিনি।

এমজে/