ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ভারতে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩শ

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৪:৪৪ পিএম, ১ মে ২০১৬ রবিবার

তীব্র দাবদাহে ভারতে মৃতের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। রয়েছে পানির জন্য হাহাকার। ভারতজুড়ে গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। খরাপীড়িত অঞ্চলগুলোতে সরকার পানি সরবরাহ করলেও প্রয়োজনের তুলনায় অনেক কম। গরমের তীব্রতায় অনেক এলাকায় দাবানলে পুড়ছে বন। রাজস্থান থেকে গুজরাট-অন্ধ্রপ্রদেশ। আগুন ঋতুর কবলে পুরো ভারত। গেল এক সপ্তাহ ধরে ১০ রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপর। গরমের তীব্রতায় এরইমধ্যে প্রাণ হারিয়েছে তিন শ’রও বেশি মানুষ। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাটে পানির জন্য হাহাকার। নদ-নদী-খাল-বিল এমনকি বাঁধও শুকিয়ে গেছে। বৃষ্টির সম্ভাবনাও নেই। পানির কষ্টে ৩৩ কোটিরও বেশি মানুষ। সরকারের তরফ থেকে ট্রেনে করে ট্যাংকার ভর্তি পানি পাঠিয়ে চাহিদা মেটানো যাচ্ছে না। হাসপাতালগুলোতে বাড়ছে হিটস্ট্রোকসহ তীব্র গরমে অসুস্থ্য রোগীর সংখ্যা। শুষ্ক আবহাওয়ায় আগুন লাগছে বনে। <ংঃৎড়হম>উত্তরাখন্ডে ৪৮ ঘণ্টায় আগুনে পুড়েছে তিন হাজার একর বন। নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ অবস্থায় বিহারের পূর্বাঞ্চলে দিনের বেলা রান্না, এমনকি পূজার সময়ও আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আাদেশ অমান্য করলে সাজা দেয়ারও ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আবহাওয়াবিদরা বলছেন, জুনের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আরো এক মাস এভাবে পার করতে হবে ভারতবাসীকে। এল নিনোর প্রভাবে শুধু ভারতই নয়, আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া এখন তাপদাহের কবলে।