ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাকায় ওআইসির পর্যটনমন্ত্রীদের সম্মেলন শুরু

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি)-এর সদস্য দেশগুলোর পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন শুরু হয়েছে। রাজধানী ঢাকার একটি হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন ২৫টি দেশের প্রতিনিধিরা।

আজ সোমবার সোনারগাঁও হোটেলে  এ সম্মেলন শুরু হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিনও। আগামী বুধবার (৭ ফেব্রুয়ারি) অতিথিদের ‘টেকনিক্যাল ট্যুরের’ মধ্যে দিয়ে এ সম্মেলন শেষ হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল গত রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ওই সময় তিনি আরও বলেন, ওআইসি’র সদস্য দেশগুলোর মধ্যে পর্যটনভিত্তিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় ভ্রমণসহ পর্যটনের প্রসারের মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে এবারের সম্মেলন বিশেষভাবে ভূমিকা রাখবে।

ওআইসি সদস্যভুক্ত ৫১টি দেশের মধ্যে ২৫টি দেশের ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৮৫ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন বলেও তিনি জানিয়েছেন।

এছাড়া, সম্মেলন থেকে বাংলাদেশে ওআইসির একটি পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ঢাকাকে ‘ইসলামিক টুরিজম সিটি’ হিসেবে ঘোষণার ব্যাপারে পর্যটনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

/কেএনইউ/