ইরাকের পার্লামেন্ট ভবনের দখল নিয়েছে শিয়া নেতারা
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৪:৪২ পিএম, ১ মে ২০১৬ রবিবার
দুর্নীতি বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে ইরাকের পার্লামেন্ট ভবনের দখল নিয়েছে শিয়া নেতা মুকতাদা আল সদরের অনুসারীরা। বাগদাদ জুড়ে জারি করা হয়েছে জরুরী অবস্থা।
শনিবার রাতে নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে পার্লামেন্টের গ্রীন জোনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। এর পর পার্লামেন্ট ভবনের সামনে অস্থায়ী ক্যাম্প তৈরি করে অবস্থান নেয় তারা। দুর্নীতি রোধ এবং স্বচ্ছ মন্ত্রিসভা গঠনের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল দেশটির শিয়া সম্প্রদায়। সম্প্রতি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি মন্ত্রিসভা সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানালে, সরকারের উপর চাপ বাড়াতে থাকে মুকতাদা আল সদরের অনুসারীরা।