ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্যস্ততায় প্রেমের কথা ভুলে গেছেন মেহজাবিন

প্রকাশিত : ০১:১০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৫:১০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

মেহজাবিন চৌধুরী। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। বিভিন্ন সময়ে তাকে নাটক ও টেলিছবিতে পাওয়া গেছে। সেগুলোর মাধ্যমে প্রশংসিতও হয়েছেন তিনি। ঠিক তেমনি মডেলিংয়ের মাধ্যমেও দর্শকদের নজর কেড়েছেন মেহজাবিন। আসছে ভালোবাসা দিবসে বেশ কয়েকটি খণ্ড নাটক ও টেলিফিল্মে কাজ করছেন এই তারকা।

এ বিষয়ে মেহজাবিন বলেন, ‘প্রতি বছরই ভালোবাসা দিবসের কাজ নিয়ে কমবেশি ব্যস্ত থাকতে হয়। এবারও মাবরুর রশীদ বান্নাহর ‘বেকার ভালবাসা’, হিমেল আশরাফের ‘সায়েন্স ভার্সেস আর্টস প্রেম যুদ্ধ’, শিহাব শাহিনের ‘যদি তুমি বলো’, প্রবীর রায় চৌধুরীর ‘বেস্ট ফ্রেন্ড’ এবং আশফাক নিপুণের নাম চূাড়ান্ত না হওয়া একটি নাটকের শুটিং করেছি।’

মেহজাবিন তার সাবলিল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। তবে ‘বড় ছেলে’ নাটক দিয়ে তিনি আরও কয়েকধাপ এগিয়ে আসেন। অপূর্বর সঙ্গে একাধিক নাটকে জুটি হলেও এই নাটকটি তাকে আলোচনার শীর্ষে পৌঁছে দেয়। এরপরও বেশ কিছু নাটকে তিনি অপূর্বর সঙ্গে জুটি বেধে কাজ করেছেন।

বিষয়টি নিয়ে মেহজাবিন বলেন, ‘নির্মাতারা চেয়েছেন বলেই ভালোবাসা দিবেসের বেশিরভাগ নাটকে অপূর্বর সঙ্গে জুটি হয়েছি। এর মানে এই নয় যে, আমি অপূর্ব ছাড়া আর কারও সঙ্গে জুটি হবো না। এক কথায় নির্মাতাদের জন্যই দর্শক আমাদের একসঙ্গে দেখতে পাচ্ছেন। আবার এটাও সত্যি, অপূর্বর সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা বেশ ভালো। গত বছরের ‘বড় ছেলে’ নাটকই তার বড় প্রমাণ। দর্শকদের অনেক সাড়াও পেয়েছিলাম ওই নাটকে। নাটকের সুবাদে দর্শকদের কাছ থেকে বেশি বেশি ভালোবাসা পাচ্ছি, যা নতুন বছরে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে।’

তবে ধারাবাহিকের চেয়ে একক নাটকেই বেশি কাজ করছেন মেহজাবিন। কারণটি ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে খুব কম ধারাবাহিকে কাজ করেছি। এখন তো বলতে গেলে করছিই না। আর ধারাবাহিকের কাজের ধারাবাহিকতা থাকে না বলে এই কাজের প্রতি আমি নিজে থেকেই আগ্রহী নই।’

ক্যারিয়ারের সেই শুরু থেকে বেশ কিছু সময় চলে গেছে। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে কি ভাবছেন এই তারকা এমন প্রশ্ন সবার মনেই আসে। যেই বড় ছেলের আবেগ ও রোমান্টিকতা দর্শক দেখেছে ব্যাক্তিগত জীবনে এ মুহুর্তে মেহজাবিন কিভাবছেন এই কৌতুহলও ভক্তদের।

এসব নিয়ে তিনি বলেন, ‘অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। প্রেম-ভালোবাসা নিয়ে ভাবনার সময় কোথায়? আর প্রেম নিয়ে আমি বেশি সিরিয়াস নই।’

এসএ/