ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

লাইটার জাহাজ মালিকদের ডাকা ধর্মঘট অব্যাহত, প্রত্যাহারের সিদ্ধান্ত আসতে পারে আজ

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৪:৪৩ পিএম, ১ মে ২০১৬ রবিবার

নৌ শ্রমিকদের নতুন বেতন কাঠামোর দাবিতে লাইটার জাহাজ মালিকদের ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে। তবে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্দর সংলগ্ন কর্ণফুলীর ১৬টি ঘাটেও নেই কর্মচাঞ্চল্য। অলস সময় কাটাচ্ছেন লাইটার জাহাজের নাবিকসহ ঘাট শ্রমিকরা। তবে বহিনোঙ্গরে পণ্য খালাস বন্ধ থাকলেও চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কন্টেইনার ও ভাল্ক কার্গো জাহাজে পণ্য উঠানামা স্বাভাবিক রয়েছে।