ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সিলেটে পৌঁছেছেন খালেদা

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেটে রাজনৈতিক সফর করার পরই, পূণ্যভূমি সিলেটে পাড়ি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার বিকাল ৪টায় তিনি সিলেটে পৌঁছান। শাহজালাল মাজারে জিয়ারতের উদ্দেশে তিনি সিলেট সফর করছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এর আগে হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন। সাত ঘণ্টায় সিলেটে পৌঁছে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল ৪টায় সিলেট শহরে এসে পৌঁছান তিনি।

এদিকে খালেদা জিয়ার আগমনে নেতা-কর্মীদের ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। খালেদা সিলেট শহরে পৌঁছামাত্র নেতাকর্মীরা রাস্তার দুপাশে ঝড়ো হতে থাকে। এরপর সিলেট শহরের মূল প্রবেশ পথ থেকে শুরু করে সার্কিট হাউস পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দু`পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভিবাদন জানান। দলীয় সূত্র জানায়,সিলেটের সার্কিট হাউসে বিশ্রাম শেষে মাজার জিয়ারতে গেছেন প্রধানমন্ত্রী।

এমজে/