বছরে ৬৬ হাজার রোগী যক্ষ্মায় মারা যান
প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
যক্ষ্মা বাংলাদেশে অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রতিবছর তিন লাখ ৬০ হাজারের বেশি লোক যক্ষ্মায় আক্রান্ত হয়। এর মধ্যে প্রতিবছর প্রায় ৬৬ হাজার লোক এ রোগের কারণে মারা যায়।
সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, দেশে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যকম পরিচালিত হচ্ছে। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসাপতাল, পুলিশ ও মিলিটারি হাসপাতাল, জেলখানা ও কর্মস্থলে সরকার এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার সমন্বিত মাধ্যমে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
আর/টিকে