ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল প্রাণ-আরএফএল’র চার প্রতিষ্ঠান

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী চার প্রতিষ্ঠান। সোমবার রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুলের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এবারের বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এরমধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের চারটি প্রতিষ্ঠান যথাক্রমে আরএফএল প্লাস্টিকস লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড।

এসময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আতিউর রাসুল বলেন, ‘সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরই চারটি প্রতিষ্ঠান। এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণ-আরএফএল গ্রুপ ভবিষ্যতে আরও বলিষ্ট ভূমিকা রাখবে’।  সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর